
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী এবং স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধের জেরে গত চার মাসে যুক্তরাষ্ট্রে মুসলিম ও ইহুদিবিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে।
মার্কিন মুসলিমদের বৃহত্তম সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর— তিন মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মুসলিম ও ইসলামবিদ্বেষী ঘটনা ও অপরাধ সংক্রান্ত ৩ হাজার ৫৭৮টি অভিযোগ এসেছে। চাকরিক্ষেত্রে বঞ্চনা-বৈষম্য ও চাকরিচ্যুতি, ঘৃণামূলক অপরাধ-ঘটনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৈষম্যমূলক নীতি ও ঘটনাসহ আরও বিভিন্ন বিদ্বেষপূর্ণ আচরণের অভিযোগ এসেছে তাদের কাছে।

সংস্থাটি বলছে, ‘অভিযোগের সংখ্যা বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি যে ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বরের তুলনায় ২০২৩ সালের এই সময়সীমায় শতকরা হিসেবে যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষপূর্ণ ঘটনা ও অপরাধ বেড়েছে ১৭৮ শতাংশ। এই সময়সীমার মধ্যে চাকরিক্ষেত্রে বৈষম্যের ঘটনা ঘটেছে ৬৬২টি, বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমদের প্রতি ঘৃণামূলক আচরণ ও অপরাধ ঘটেছে অন্তত ৪৭২ বার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বঞ্চনা-বৈষম্য সংখ্রান্ত বিভিন্ন ঘটনা ঘটেছে ৪৪৮ বার। এসব ঘটনায় প্রমাণিত হয় যে বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিমবিদ্বেষ এবং ফিলিস্তিনবিদ্বেষের ঢেউ চলছে।
উল্লেখ্য, ইসরাইল হামাসের এই যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে এই যুদ্ধের শেষে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামে স্বাধীন দু’টি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ওয়াশিংটন।
তবে ওয়াশিংটনের এই অবস্থানকে সমর্থন করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
সূত্র: রয়টার্স।