আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২২ বছরের ফুটবল ক্যারিয়ারে একেবারে কম আয় করেননি পেলে। তবে ফুটবলের রাজা বিভিন্ন সাক্ষাৎকারে বলে গেছেন, তার আয়ের সিংহভাগ এসেছে অবসরের পর। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও দূতিয়ালি করে মোটা অর্থ কামিয়েছিলেন গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করা এ কিংবদন্তি। তবে তিনি তামাক ও অ্যালকোহলের কোনো বিজ্ঞাপন করেননি।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মৃত্যুর সময় প্রায় ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার বেশি) সমমূল্যের সম্পত্তি রেখে গেছেন পেলে।
‘সেলিব্রিটি নেট ওর্থ’ নামক একটি ওয়েবসাইট তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এ তারকার সম্পত্তির হিসাব বের করেছে। স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ও একই হিসাব দিয়েছে। পেলে খেলা ছেড়েছেন প্রায় ৪০ বছর। কিন্তু বিভিন্ন কোম্পানির পেলের পেছনে ছোটা বন্ধ হয়নি। ১৯৭৫ থেকে ১৯৭৭- এই তিন বছর নাকি তার বার্ষিক আয়ের পরিমাণ ছিল প্রায় দেড় কোটি ডলার। পরে সেটা আরও বেড়েছে।