যে পরিমাণ সম্পদ রেখে গেছেন পেলে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২২ বছরের ফুটবল ক্যারিয়ারে একেবারে কম আয় করেননি পেলে। তবে ফুটবলের রাজা বিভিন্ন সাক্ষাৎকারে বলে গেছেন, তার আয়ের সিংহভাগ এসেছে অবসরের পর। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও দূতিয়ালি করে মোটা অর্থ কামিয়েছিলেন গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করা এ কিংবদন্তি। তবে তিনি তামাক ও অ্যালকোহলের কোনো বিজ্ঞাপন করেননি। 

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মৃত্যুর সময় প্রায় ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার বেশি) সমমূল্যের সম্পত্তি রেখে গেছেন পেলে।

‘সেলিব্রিটি নেট ওর্থ’ নামক একটি ওয়েবসাইট তিনটি বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান এ তারকার সম্পত্তির হিসাব বের করেছে। স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ও একই হিসাব দিয়েছে। পেলে খেলা ছেড়েছেন প্রায় ৪০ বছর। কিন্তু বিভিন্ন কোম্পানির পেলের পেছনে ছোটা বন্ধ হয়নি। ১৯৭৫ থেকে ১৯৭৭- এই তিন বছর নাকি তার বার্ষিক আয়ের পরিমাণ ছিল প্রায় দেড় কোটি ডলার। পরে সেটা আরও বেড়েছে।

SHARE THIS ARTICLE