
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে। চিকিৎসা চলছে।
রওশন এরশাদের সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান সাংবাদিকদের জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। ম্যাডামের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল।
বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ও রওশন এরশাদপুত্র রাহ্গীর আল মাহি শাদ।
এদিকে সোমবার বাদ আসর রাজধানীর হাই কোর্ট মাজার মসজিদে এইচ এম এরশাদ ট্রাস্টের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জানান, প্রতিদিন বাদ আসর হাই কোর্ট মাজার মসজিদে বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হবে।
৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।