
রক্তজল
ড. মোঃ সানাউল হক (ইমন)
প্রতিবার নিয়ে আসো “একুশ” রক্তজল,
“একুশ” তুমি আজও আছো চোখে জ্বলজ্বল।
তোমায় নিয়ে সবার মনে ধ্রুব চেতনা,
জানোনা তুমি আছো কি পুরোটা অজানা?
রক্ত দিয়ে জন্ম তোমার ফুল দিয়ে শোভিত,
তোমায় ছাড়া বাংলার ছবি অসিত, অনাবৃত।
সব রক্তের ঊর্ধে তোমার “একুশ” রক্তজল,
তোমার পথে সালাম, বরকতেরা ছিল অবিচল।
প্রতিবার নিয়ে আসো নিজ সত্তার আশা,
তাইতো তুমি সর্বদেশীয় দিবস “মাতৃভাষা”।
তোমায় নিয়ে ভাবছে সবাই; করছে রেপ্লিকা,
তোমায় নিয়ে হচ্ছে কত স্তম্ভ, অট্টালিকা।
হৃদয়ে আছো তুমি, আপন ফলক নিয়ে,
আজও তুমি ভিজে আছো রক্তজল দিয়ে।
সময়কালঃ ফেব্রুয়ারি, ২০০৮