রাজধানীর কাকরাইলে গ্যারেজে ভয়াবহ আগুন

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ রাজধানীর কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালের পাশের একটি গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে কাকরাইলের গ্যারেজ পট্টির একটি গ্যারেজে আগুন লাগে।   

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় মধ্যরাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বাসাবাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। আগুনে একাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস সম্পূর্ণ পুড়ে গেছে।  

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন বলেন, ফুলবাড়িয়া সদর দফতরের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে । তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানা যায়নি।  প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

SHARE THIS ARTICLE