রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৫ শতাধিক ঘর

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও উখিয়া থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।

গতকাল রবিবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ময়নার ঘোনায় ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ শতাধিক ঘর পুড়ে গেছে। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে জ্বলছে আগুন, পুড়ছে ঘর

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়, বিকেল পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ২৫ মিনিটের মধ্যেই সেখানে বাহিনীর প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।

SHARE THIS ARTICLE