আয়ারল্যান্ডে পাসপোর্ট সার্জারী আগামী ১১ ও ১২ ডিসেম্বর

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আগামী ১১ ও ১২ ডিসেম্বর বাংলাদেশ হাই কমিশন ইউকের উদ্যোগে ও ডাবলিন আওয়ামী লীগের সহযোগিতায় ডাবলিনের সিটি সেন্টারে পাসপোর্ট সার্জারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনারি মহামারীর কারণে পাসপোর্ট সার্জারির ব্যাপারে বেশ কিছু নিম্নোক্ত নিয়ম ও নীতিমালা মানার অনুরোধ করা হয়েছে। বি:দ্র: দয়া করে পাসপোর্ট সার্জারীস্থলে অবশ্যই কোভিড বিধি মেনে চলতে হবে। আপনাদের পাসপোর্ট সংক্রান্ত সকল ফর্ম বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসতে হবে। সার্ভিস কক্ষের সামনে অযথা ভিড় করা যাবে না। প্রতিবার সর্বোচ্চ দশ জনকে সার্ভিস কক্ষে নিয়ে যাওয়া হবে-

No Mask No Service

আপনার প্রয়োজনীয় ফরম পেতে আইরিশ বাংলাপোষ্টের নিন্মের লিংকে ক্লিক ক্রুন

মেন্যু > more > তথ্য > নাগরিক তথ্য> বাংলাদেশ

নিয়মাবলীঃ :

১) যারা নতুন মেশিন রিডেবেল পাসপোর্ট করতে ইচ্ছুক তাদেরকে MRP Application ও Birth Registration ফর্ম দুইটি পূরণ করে ও আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে ১১ অথবা ১২ তারিখ পাসপোর্ট সার্জারীস্থলে আসতে হবে।

২) গাইড-লাইন মোতাবেক অবশ্যই আপনাকে এই দুইটি ফর্ম পূরণ করতে হবে। যাদের আগের ১৭ ডিজিটের Birth Certificate আছে তাদের ক্ষেত্রে নতুন করে Birth Registration পূরণ করে পাঠানোর প্রয়োজন নেই। শুধু MRP Application Form পূরণ করে পাঠালেই চলবে। অন্যথায় Birth Registration লাগবে।

Work-Type Price MRP-সাধারণ £92 MRP-ছাত্র £30 NVR £46 Power of Attorney £40 Attestation £7 Birth-Registration £4 Travel Permit £25 Return Postal Charge Cash €15

৩) যারা এই মুহুর্তে ফর্ম গুলো পূরণ করতে পারছেন না। তারা ফর্ম গুলো Download করে, কালো কালি দ্বারা হাতে লিখে (অল ক্যাপিটাল লেটার) পূরণ করে ও আনুষাঙ্গিক কাগজপত্র নিয়ে পাসপোর্ট সার্জারীস্থলে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

৪) যারা এই ফর্ম পূরণে কোনো সমস্যার সম্মুখীন হবেন তারা অবশ্যই বাংলাদেশ হাইকমিশন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন।

৫) নিন্ম লিখিত লিঙ্কে আপনারা গাইডলাইন সহ মোট ৯টি ফাইল পাবেন। অনুগ্রহপূর্বক ৯টি ফাইল Download করে নেবেন।

৬) পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় ফিস শুধুমাত্র ক্রেডিট /ডেবিট কার্ডের মাধ্যমে প্রদান করা যাবে। কোনো ধরণের ব্যাংক ড্রাফট অথবা পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না।

৭) শুধুমাত্র রিটার্ন পোস্টের জন্য এনভেলপ ও ১৫ ইউরো ক্যাশ সঙ্গে নিয়ে আসবেন। তারিখ : ১১ ও ১২ ই ডিসেম্বর – ২০২১ শনিবার সময়:- সকাল ১০ টা – বিকাল ৫ টা রবিবার সময়:- সকাল ১০ টা – বিকাল ৩ টা স্থান: 81 Lower Gardiner Street, Dublin-1, Ireland

SHARE THIS ARTICLE