আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দেশব্যাপী লকডাউনের ঘোষণায় রাজধানীর বাস টার্মিনালগুলো ও সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে মানুষের ভিড়। সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের ঘোষণার পর শনিবার বিকেল থেকেই মানুষ রাজধানী ছাড়তে এসব জায়গায় ভিড় করছেন।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, দুপুরের পর থেকে বিপুলসংখ্যক যাত্রী গাবতলীতে জড়ো হয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের ৫০ শতাংশ আসন ফাঁকা রাখতে বলা হয়েছিল। তবে, যাত্রীদের চাপে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’
মহাখালী বাস টার্মিনালের বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, ‘বিকেলে যাত্রীদের সংখ্যা কিছুটা বেড়েছে এবং তাদের বেশিরভাগই আজকের টিকিট কিনেছেন।’
‘আমরা ধারণা করছি আগামীকাল যাত্রীদের চাপ আরও বাড়বে,’ বলেন তিনি। যাত্রীদের অনেকেই মনে করছেন লকডাউনের সময়সীমা পরে আরো বাড়তে পারে।
আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউনে মালবাহী ছাড়া যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
গতকাল শনিবার (৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লকডাউনের কারণে সোমবার সকাল ৬টা থেকে সারা দেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।
এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহামারি সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা আসছে। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।