শিপন দেওয়ান-আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ডাবলিন প্রবাসী জনাব মাসুদ সিকদার বাংলাদেশী কমিউনিটির একজন অন্যতম প্রিয় মুখ। তিনি প্রতি বছর শখের বশে সবজির চাষ করেন, জবাব মাসুদ সিকদারের সঙ্গে একান্তই আলাপকালে তিনি বলেন সবজি চাষ করে অবসর সময় পার করেন, এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজির অনেক ভাল ফলন হবে বলে আশাবাদী।
তিনি আরও বলেন সবজি শুধু নিজেদের খাওয়ার জন্য নয় , আত্মীয় স্বজন ও আসে পাশের বন্ধু বান্ধবদের মধ্যে সবজি বিতরণ করে অনেক আনন্দ পান, সবজি চাষ অথবা ফুলের বাগান করা লকডাউনের মধ্যে এটি নিঃসন্দেহে শারীরিক ও মানসিক ভাবে স্বস্তিদায়ক, তিনি আরও বলেন কোভিড-১৯ পুরো পৃথিবী এক কঠিন সময় পার করেছে, আশা করছি পৃথিবী খুব শীঘ্রই এই মহামারী ভাইরাস অতিক্রম করবে, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন, এবং সবার সু স্বাস্থ্য কামনা করেন।