লেবাননে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জন।(ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩ হাজার মানুষ আহত হয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে ঘটে যাওয়া জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত ৭৩ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৩৭ হাজার মানুষ। মঙ্গলবার (৪ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান আন্তর্জাতিক গন মাধ্যমগুলোকে এসব তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার মূল লেবানন থেকে দেড়শ কিলোমিটার দূরে ভয়াবহ এই বিস্ফোরণ দুটি ঘটে। গণ মাধ্যম ও স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় বৈরুতের আকাশে কালো ধোঁয়া। স্থানীয়রা জানান এমন বিস্ফোরণ এর আগে তারা কখনো দেখেননি।

SHARE THIS ARTICLE