শীতে যেসব প্রসাধনী এড়ানো উচিত

ইসরাত আজাদ, আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সব ঋতুতের সব ধরনের পণ্য ব্যবহার করা যায় না। আবার শীত ‍উপযোগী প্রসাধনী ব্যবহার না করলে ত্বকে সমস্যাও হতে পারে। এই বিষয়ে অস্ট্রেলিয়া-ভিত্তিক প্রসাধনী বিক্রয়ের প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভস্কিন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়- সারা বছর যতটুকু না ত্বকের যত্ন নিতে হয় শীতের এই সময় তার থেকেও কিছুটা বাড়তি যত্ন প্রয়োজন হয়।

কারণ প্রায় সব ধরনের ত্বকই এই মৌসুমে শুষ্ক হয়ে প্রাণহীন হয়ে যায়।

শীতের সময় সবচেয়ে বেশি ময়লা জমে মুখে। তাই মুখের ত্বক সঠিকভাবে পরিষ্কার করা বিশেষ জরুরি।

শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। এজন্য ত্বক কোমল রাখতে ফোমভিত্তিক’য়ের পরিবর্তে ক্রিমধর্মী ফেইস ওয়াশ ব্যবহার করতে হবে।

ঠোঁটের ত্বক বেশি পাতলা। তাই শীতে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়। আর এ কারণেই ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে লিপবাম ব্যবহার করা জরুরি।

শীত মৌসুমে সব সময় সঙ্গে লিপবাম রাখা উচিত। যখনই ঠোঁট শুষ্ক মনে হবে তখনই ঠোঁটে বুলিয়ে নিতে হবে।

শীতের আবহাওয়া দেহে মলিনভাব আনে। প্রাণহীন ত্বকে সাবান ব্যবহার করলে ত্বক আরও রুক্ষ্ম হয়ে যায়। যে কারণে এই মৌসুমে সাবানকে বিদায় জানিয়ে বেছে নিতে হবে বডি ওয়াশ।

সারা বছর ম্যাট এবং পাউডার ধর্মী ফাউন্ডেশনই বেশি জনপ্রিয় হলেও এগুলো শীতে মোটেও উপযোগী নয়।

শুষ্ক আবহাওয়াতে ম্যাট ফাউন্ডেশনের ব্যবহার ত্বক আরও প্রাণহীন হয়ে যায়।

তাই এই সময় ক্রিমধর্মী ফাউন্ডেশন বেশি মানানসই। চাইলে ‘টিন্টেড ময়েশ্চারাইজার’ অথবা ‘সিসি ক্রিম’ বেছে নেওয়া যেতে পারে নিত্যদিনের ব্যবহারের জন্য।

ভারী ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে খানিকটা মযেশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে।

শীত মৌসুমে পাউডার ব্লাশ ব্যবহার করলে ত্বক শুষ্ক ও খসখসে লাগে। এর বদলে ক্রিম ব্লাশ বেশি কার্যকর। সাথে অল্প করে হাইলাইটার বুলিয়ে নিন মুখের উঁচু অংশে। এতে প্রাণহীন ত্বক ফিরে পাবে উজ্জ্বলতা।

শীতে ম্যাট লিপস্টিকের পরিবর্তে বেছে নিতে হবে ক্রিমি-ভিত্তিক লিপস্টিক বা লিপ-গ্লস।

SHARE THIS ARTICLE