“শুধু স্মৃতি”
রহমান ফাহমিদা।
তোমার সাথে যখন
প্রথম দেখা
মুখে ছিল আমার
রক্তিম আভা।
চোখে ছিল আমার
মেয়েলী লজ্জা,
তাকাতে পারিনি
ঐ চোখে,
অবনত হয়ে শুনেছি
তোমার কথা।
জানতে পেরেছি আমাকে ঘিরে
তোমার স্বপ্ন
তুমিও যে হলে আমার মনের
দুর্লভ রত্ন ।
যা কিনা দিয়েছে আমায়
অনন্ত আশা!
পেয়েছি তোমার মাঝে
অসিম ভালোবাসা ।
চলছিল দুজনের অকারণ
নানান কথকতা
হাসি,কান্না,মানভিমান
কখনও নিরবতা ।
জানিনা কি ভুলে
হঠাৎ এক ঝড়ে
ভেঙ্গেচুরে সব উঠলো মন
ব্যাথায় ভরে।
সেই থেকে দুজনের পথ
হল বিচ্ছিন্ন
সম্পর্কের হল অবনতি
আর ছিন্নভিন্ন ।
এখনো যে মনে আছে
সব স্মৃতি
এভবেই বয়ে চলেছে
প্রেমের রীতি ।