
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে ভারতবর্ষে গতকাল ২২শে এপ্রিল বৃহস্পতিবার একদিনে নূতন করে কোভিড ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৫০৩ জন আর মৃত্যুবরণ করেছেন ২,২৫৬ জন। এই সংখ্যা গতকালের ৩ লক্ষ ১৫ হাজার ৮০২ থেকে প্রায় ১৬ হাজারের মত বেশী। এ নিয়ে ভারতে সর্বমোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৬২ লক্ষ ৫৭ হাজার ৩০৯ জনে দাঁড়ালো আর সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ লক্ষ ৬ হাজার ৯২৮ জন। একটি রাষ্ট্রে এক দিনে নূতন সংক্রমনের কালকের রেকর্ড ভেঙে আরেকটি নূতন রেকর্ড গড়ল ভারত। বিশ্বের অন্য কোন দেশে একদিনে এত বেশী সংক্রমণ হয়নি, যার ফলশ্রুতিতে সম্পুর্ন বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়েছে এই বিশাল দেশটি, মনে হচ্ছে এ যেন কোভিডের এক নরককুণ্ড।
ভারতের রাজধানী নয়াদিল্লীর হাসপাতালগুলোতে আর কোন শয্যা অবশিষ্ট নেই, অক্সিজেনও নেই। অক্সিজেনের অভাবে অসহায় মানুষ ঢলে পড়ছেন মৃত্যুর কবলে। ভারতীয় সুপ্রিম কোর্ট গতকাল বৃস্পতিবার এই ব্যাপারে অবগত হয়ে এই অবস্থাকে “জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা” ঘোষণা করে কেন্দ্রীয় সরকারকে জরুরি ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে অক্সিজেন, ঔষধ, চিকিৎসা এবং টিকা সরবরাহের আদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের তিনজন বিচারক সমন্বয়ে গঠিত এই বেঞ্চ ইতিমধ্যে ভভারতের ৬ টি হাইকোর্ট বেঞ্চ থেকে একই ধরনের আদেশ প্রদানের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে একটি সমন্বিত উদ্যোগের আদেশ দিয়ে বলেছে কেন্দ্রীয় ব্যাবস্থাপনায় সমন্বীতভাবে একটি জরুরী পরিকল্পনা করে প্রতিটি রাজ্যে অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম, ঔষধ ও টিকা সরবরাহের ব্যাবস্থা গ্রহণের আদেশ প্রদান করেছে। এই আদেশে বিচারপতিগণ তামিলনাড়ুর বন্ধ থাকা অক্সিজেন প্ল্যান্ট দ্রুত খুলে দিতেও আদেশ দেয়। এই প্ল্যান্ট থেকে ১০০০ টন অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে।

গতকাল দিল্লীর বৃহৎ হাসপাতালসমূহ যেমন এপোলো, ফোর্টিস, ম্যাক্স, গঙ্গারাম সকল হাসপাতাল থেকে অনবরত অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখার জন্য আবেদন জানাতে দেখা যায়। তারা জানায় অক্সিজেন সরবরাহ না করা হলে অসহায় রোগীদের জীবন চলে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীদের অবেলায় মরতে দেখা গেছে বলে সংবাদে প্রকাশ। হাসপাতালগুলোতে শত শত রোগীরা ভেন্টিলটরে কিংবা হাই ফ্লো অক্সিজেন কিংবা মাস্ক অক্সিজেনে আছেন, সরবরাহ যেখানেই বন্ধ সেখানেই দ্রুত শত শত মৃত্যুর সম্ভাবনা। গতকাল পর্য্যন্ত বেশীর ভাগ হাসপাতালে অক্সিজেন সরবরাহ ৪-৬ ঘণ্টার মত বাকী ছিল বলে সংবাদে প্রকাশ।

টাইম অব ইন্ডিয়ার সর্বশেষ তথ্যমতে সরকার সকল শিল্পকারখানায় অক্সিজেনের ব্যাবহার বন্ধ করে দেয়ায় আরও ১১-১২% অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে প্রায় ৭০০০ টন অক্সিজেন সরবরাহ তরান্বিত করা হয়েছে। বিগত কয়েকদিনে অক্সিজেনের প্রয়োজনীয়তা বেড়ে গিয়েছে ৫৫% বেশী যার কারণে যেখানে মেডিকেল প্রয়োজনে শুধুমাত্র ৩৩% অক্সিজেন প্রয়োজন হতো সেখানে সরবরাহের ৭৭% অক্সিজেনের চাহিদা হয়েছে। সরকার চাহিদা অনুসারে সমন্বয় করে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
