শোক সংবাদ

আইরিশ বাংলাপোষ্টের বার্তা সম্পাদক জনাব শিপন দেওয়ানের বাবা জনাব নজির আহমেদ দেওয়ান আজ বাংলাদেশ সময় সকাল ৬ ঘটিকার সময় ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮২ বছর। জনাব নজির দেওয়ান কুরআনে হাফিজ ছিলেন এবং সরকারী কর্মজীবন শেষে সমাজসেবায় পুর্নাংগভাবে নিয়োজিত ছিলেন। তিনি এলাকায় মাদ্রাসা, মসজিদ এবং স্কুল প্রতিষ্ঠা এবং পরিচালনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।। মৃত্যুকালেও তিনি কয়েকটি মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তার এই মৃত্যুতে সকলেই শোকাহত। ইতিমধ্যে জোহরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

জনাব শিপন দেওয়ানের আরো দুই ভাই জনাব স্বপন দেওয়ান এবং জনাব চন্দন দেওয়ান আয়ারল্যান্ডের কিলকেনী শহরে বসবাস করে আসছেন।

মহান আল্লাহ জনাব নজির দেওয়ানকে জান্নাতবাসী করুন, শোকাহত পরিবার এবং স্বজনকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন! আইরিশ বাংলাপোষ্টের পক্ষ থেকে পরিবারের সবার প্রতি সমবেদনা এবং পাশে থাকার অংগিকার রইলো।

SHARE THIS ARTICLE