শ্রমিকের মূল্য

শ্রমিকের মূল্য
এ,কে, আজাদ

০১/০৫/২০২৪ইং

যাদের শ্রমে ঝরা ঘামে
সচল দেশের চাকা,
মাস ফুড়ালেই পকেট তাদের
থাকে শূন্য ফাঁকা।


পেটের ক্ষুধা সাথে নিয়ে
কাজের খোজে ছোটে,
দিন শেষে মলিন মুখে
অর্ধ আহার জুটে।


ওদের জীবন যে কুঠিরে
সেই কুঠিরেই রয়,
মালিকেরা অট্টলিকা গড়ে
শ্রমিকের জান ক্ষয়।


দেশে যারা শিল্পমালিক
করে শ্রমিকেরে শোষন,
কেমন করে শোভা পায়
তাদের মুখে গরম গরম ভাষন?


কারে শুনাবে শ্রমিকের কষ্ট
কে দিবে তারে আশা?
আল্লাহর কাছে জমা রইলো
তাদের অর্তনাদের ভাষা।


দেখবি তখন মরবি যখন
যাবি শূন্য হাতে,
শ্রমিকেরা ধন্য হবে
পুণ্য পাবে সাথে।

SHARE THIS ARTICLE