
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজকীয়ভাবে বিয়ে করলেন পোল্যান্ড প্রবাসী রাজু আহমেদ দোলন। তিনি শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও রুবিনা বেগমের বড় ছেলে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে শহরতলীর কালীঘাট রোডস্থ চলন্তিকা মাঠ থেকে মা বাবাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে কনে আনতে যান শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে।
হেলিকপ্টারটি চলন্তিকা মাঠে অবতরণ করলে শত শত স্থানীয় ভীড় জমায়। নতুন দম্পতিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান স্থানীয় লোকজন।

কনে একই এলাকা মুসলিমবাগের বাসিন্দা মরহুম নুরুল ইসলাম ও মরহুমা রাহেলা ইসলামের কনিষ্ট কন্যা ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাসুদা বেগমের ছোট বোন মোছা. আছমা আক্তার ইতি।
রাজু আহমেদ দোলন কয়েক বছর আগে লেখাপড়ার উদ্দেশ্যে আমেরিকা পাড়ি জমান। সেখানে ব্যবসার উপর ডিপ্লোমা করে পোলান্ডে যান তিনি। পোলান্ডে গিয়ে প্রথমে একটি রেষ্টুরেন্ট খুলে ব্যবসা শুরু করেন। তরুণ এই ব্যবসায়ী সফল ব্যবসার মাধ্যমে এখন পোল্যান্ডে ৪টি রেস্টুরেন্টের মালিক।
বিয়ের খরচ সম্পর্কে জানতে চাইলে রাজু আহমেদ দোলন জানান, হেলিকপ্টার’টি ৪ ঘণ্টার জন্য ভাড়া নিয়েছি ২ লাখ টাকায়। এছাড়া স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু সহ আমন্ত্রিত অতিথি প্রায় ৪শ অতিথির সবার খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে।
তিনি বলেন, কনেকে দেয়া হয়েছে ১৫ ভরি সোনার গহনা। সব মিলিয়ে ২৫ লক্ষাধিক টাকা মতো খরচ হবে এই বিয়েতে।