সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী আর নেই

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার দিবাগত রাত রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম।

তিনি জানান, গুলশান আরা সেলিম  ব্রেইন স্ট্রোকের রোগী ছিলেন। তিনি দেড় বছর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছিলেন। গত তিন মাস আগে তাকে দেশে আনা হয়। এই তিন মাস তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

SHARE THIS ARTICLE