সবুজ গালিচা

“সবুজ গালিচা”
“সৈয়দা সুলতানা রুমা”

প্রকৃতির কোলে খানিক বিশ্রাম
জেগেছে মনে সুখের পবণ,,
দখিণা হাওয়ায় উড়েছে গ্লানি
অজানা আহ্লাদে ভরেছে মন।
দিগন্ত জুড়ে উড়ছে সাদা মেঘ
পাখিরা হয়েছে আত্মহারা,,
শ‍্যামল চাদরে ঢেকেছে গাঁ
প্রজাপ্রতি উড়ছে দুঃখ ছাড়া।

রঙ-বেরঙয়ের ফুলগুলো সব
ছড়ালো মিষ্টি ঘ্রাণ,,
বেদনা ও আজ পরেছে লাল টিপ
আনন্দ ছুঁয়েছে অশান্ত এই প্রাণ।
পদ্মফুলেরা কানপেতেছে
শুনতে ঝিঁঝিঁর গান,,
ফড়িংয়ের নৃত‍্যে হয়ে উতলা
করছি শিশিরে স্নান।

জোনাকির আলোর মিছিল দেখি
একা বসে নির্জনে,
স্নিগ্ধতা বাড়ায় হাত ছন্নছাড়া মনে।
সুখের অনুভূতি দিয়েছে সাড়া
বেহিসাবী চাওয়া আজ ছিঁড়েছে হাতকড়া,,
জোড়া গাংচিল হয়ে উড়ছি আকাশটায়
মধুরক্ষণ গুলো সঙ্গে নিয়ে,,
ফিরবো আবার সবুজ গালিচায়।।

SHARE THIS ARTICLE