সময় ফিরে আসেনা।
আয়েশা আহমেদ
মনটা ছুটে যায় কোন অসীম সীমানার প্রান্তে,
বিধি নিষেধের বেড়া জালে
বসে থাকি একান্তে।
থেমে যায় কোলাহল ,থেমে যায় বন্দনা
ভাবি বসে মিথ্যে করেই ,কত না
সুন্দর ভাবনা।
আকাশের প্রান্তে খুজে ফিরি নীলাভ আলোর সম্ভার ,
যা খুঁজি তা কি আর সময় আছে পাওয়ার!
অগনিত রাশি রাশি তারাদের বার্তা পৌছে না আমার কাছে
তৃষিত আখি নীড় হারা পাখীর মত চেয়ে থেকে ক্লান্ত হয়ে গেছে।
সবুজের সমারোহে আমি আর
যেতে চাইনা,
ক্লান্ত শ্রান্ত হ্রদয়ে আমি কিছুই পেতে চাইনা।
একটু আশা ভালবাসা পেয়েছি কিনা জানিনা
হ্রদয় শুকনো মরুর মত ,দ্বিধাগ্রস্হ পৃথীবি আর ভালো লাগেনা।
সময় বয়ে যায় ,সময় আর ফিরে কখনো আসেনা
ভিড়াবো তরী ঘাটে একদিন সময় তখনো ফিরবেনা।