
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে সমাবেশ ও মানবন্ধন করেছে দেশটিতে বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ওই কর্মসূচি পালন করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, রোজিনার উপর আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতার উপরই হস্তক্ষেপ ।
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও ‘বির্তকিত অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩’ বাতিলের দাবি জানান তারা।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে যুক্তরাজ্যে কর্মরত টেলিভিশন, প্রিন্ট ও অন লাইনে কর্মরত সাংবাদিক ও মিডিয়া কর্মীরা অংশ নেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক এবং চ্যানেল এস-এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় বক্তব্য দেনন ও অংশ নেন- বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি মহিব চৌধুরী ও নজরুল ইসলাম বাসন, ক্লাব ভাইস প্রেসিডেন্ট ও বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী, ট্রেজারার ও বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরোর প্রধান আ স ম মাসুম, সাবকে প্রেসিডেন্ট সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ বেলাল আহমদ, এটিএন বাংলা ইউকে-র প্রেজেন্টার উর্মি মাযহার, বিবিসির বাংলার সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট কলামনিস্ট রেনু লুতফা, ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক শামিম চৌধুরী, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, সাপ্তাহিক জনমতের বার্তা সম্পাদক মুসলেহ উদ্দিন, সত্যবানী সম্পাদক সৈয়দ আনাস পাশা, সানরাইজ রেডিও প্রেজেন্টার মিসবাহ জামাল, টাওয়ার হ্যামলেটস মেয়রের রাজনৈতিক উপদেষ্টা সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দিন, নিউজ প্রেজেন্টার ও কাউন্সিলর সৈয়দা সায়মা আহমদ, ই-সাউথ এশিয়া এডিটর বুলবুল আহমদ, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইছির মাহমুদ, চ্যানেল এস-এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর তানভীর আহমেদ, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, দৈনিক প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তবারুকুল ইসলাম, এটিএন বাংলা নিউজ-এর প্রধান মোস্তাক বাবুল, এটিএন নিউজ প্রেজেন্টার শওকত মাহমুদ, কালের কণ্ঠের প্রতিনিধি জুয়েল রাজ, বাংলা টিভি ও আইওন টিভির সিনিয়র রিপোর্টার মুরাদ চৌধুরী, টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা রোজিনা ইসলামের উপর নির্যাতন ও হয়রানীর সুষ্ঠু তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান। লন্ডন বাংলা প্রেসক্লাব এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের কাছেও উদ্বেগ প্রকাশ করে।
সমাবেশে আরও ছিলেন- লন্ডন বাংলা প্রেস ক্লাবের কমিউনিকেশনস সেক্রেটারি ও জাস্ট বিডি সম্পাদক আবদুল কাইয়ুম, আইটি সেক্রেটারি ও বাংলা পোস্টের প্রডাকশন এডিটর সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারি ব্রিট বাংলার কমিউনিটি এডিটর রেজাউল করিম মৃধা, দুই ইসি মেম্বার যথাক্রমে ম্যাক্স মিডিয়ার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস এডিটর রুপি আমিন ও নতুন দিন অনলাইনের ম্যানেজিং এডিটর পলি রহমান, দর্পন সম্পাদক রহমত আলী, লন্ডন বাংলার প্রধান সম্পাদক আবদুল মুনিম জাহিদি ক্যারল, দ্য এডিটর সম্পাদক আহাদ চৌধুরী বাবু, চ্যানেল এস প্রডিউসার আহাদ আহমদ , সাপ্তাহিক সংলাপ-এর বার্তা সম্পাদক সাজু আহমদ, এস এ টিভির প্রতিনিধি হেফাজুল করিম রাকিব, সানরাইজ টুডে-এর এনাম চৌধুরী, টিভি ওয়ানের প্রেজেন্টার আমিমুল ইসলাম তামিম, ৫২ বাংলার আনোয়ার উল ইসলাম অভি, আইওন টিভির প্রেজেন্টার মিনহাজ খান, এলবি টিভির আলাউর রহমান শাহিন, দৈনিক আমার দেশ প্রতিনিধি মাহবুব আলী খান সুর, সাংবাদিক সারোয়ার হোসেন ও সংস্কৃতি কর্মী স্মৃতি আজাদ।