সাতক্ষীরার শ্যামনগরে মসজিদে ঝুলছে ইমামের লাশ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ এশার নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখেন মসজিদের ফ্যানের সঙ্গে ইমামের লাশ ঝুলছে।বৃহস্পতিবার (২ মার্চ) রাতে সাতক্ষীরার শ্যামনগরে বংশীপুর উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত ইসরাফিল হোসেন (৩৫) উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্যার ছেলে।

স্থানীয় মুসল্লিরা জানান, মাগরিবের নামাজ পড়ে তারা মসজিদ থেকে বাড়িতে চলে যান। পরে এশার নামাজ পড়তে মসজিদে এসে দেখেন ইমামের লাশ ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কি কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

SHARE THIS ARTICLE