সাদা মানুষ !

সাদা মানুষ

রফিকুল ইসলাম

সাদা মন সাদা মানুষ
জানি হৃদয় হবেতো সাদা
ভালো করবো ভালো চলবো
রইবে মনে সদা।
হোক সব ক্ষয় আমার
সদা ভালো করবো সবার
মনে রইবে আমার ব্রত
হোক না ক্ষতি হোক হাজার।
তাতেতো নাই কবুও ধারে
করেই চলছে সদা উল্টা
ঘায়েল করতে লেগেই আছে
ব্যবহার করে সাদা ডাল টা।
বলে এক আর করে আরেক
তারা কেমতে হয় সাদা
বুঝিনা ভাই মাথায় ধরেনা
ঘুরপাক খায় শুধুই ধাঁধা।
বলতে পারো এ কেমন সাদা
ভাববো তব মনে বাঁধা
হাব ভাব যেন হাম্বা দাদা
আসলে নয় কি গাধার গাধা ?

SHARE THIS ARTICLE