
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গুঞ্জন শোনা গেলেও রাশিয়ায় সামরিক আইন জারি করার কোনো পরিকল্পনা তার নেই।
মস্কোর কাছে গতকাল শনিবার রাষ্ট্রীয় এয়ারলাইন অ্যারোফ্লতের এক প্রশিক্ষণ কেন্দ্রে একদল এয়ার হোস্টেসের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন উল্লিখিত মন্তব্য করেন। এ সময় তিনি ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বিভিন্ন মত দেন। রণাঙ্গনে নিজেদের সাফল্যের ব্যাপারেও আশাবাদী শোনায় তাকে।
বিজ্ঞাপন
সামরিক আইন জারির জল্পনা উড়িয়ে দিয়ে পুতিন বলেন, ‘এ ধরনের পদক্ষেপ শুধুমাত্র ‘বহিঃশক্তির আগ্রাসনের ক্ষেত্রে, শুধু সামরিক কার্যকলাপের চিহ্নিত এলাকায়’ নেওয়া হয়। …তবে আমাদের এমন পরিস্থিতি নেই। আর আশা করি আমাদের এমন পরিস্থিতি হবেও না। ’
সামরিক আইন জারি করা হলে দেশের সাধারণ বেসামরিক আইন স্থগিত হয়ে যায়। সামরিক বাহিনী সরকারি কাজকর্মের নিয়ন্ত্রণ নেয়।
পুতিন বলেন, ‘বড় আকারের বাহ্যিক হুমকির’ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এমন অন্য কিছু বিশেষ জরুরি পরিস্থিতি রয়েছে। তবে সেগুলো গ্রহণ করার কোনো ভাবনা তাঁর নেই। সূত্র: বিবিসি