
আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার, ক্যালিফোর্নিয়ায় এক মা তার পাঁচ বছরের ছেলেকে পাহাড়ী সিংহের কবল থেকে বাঁচিয়ে দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস নামক স্থানে বাড়ির সামনে খেলতে থাকা অবস্থায় শিশুটিকে একটি পাহাড়ি সিংহ আক্রমণ করে এবং প্রায় ৪৫ গজ দূর পর্য্যন্ত টেনে নিয়ে যায়। বাড়ির বাহিরে হৈ চৈ শুনতে পেয়ে ছেলেটির মা ঘর থেকে বেরিয়ে আসেন। নিজের সন্তানের এই করুণ অবস্থা দেখে দৌড়ে গিয়ে সিংহটিকে ঘুষি ও অন্যান্য ভাবে প্রাণপণে আঘাত করতে থাকেন এবং কোনভাবে ছেলেটিকে টেনে সিংহের কবল থেকে রক্ষা করেন।
সকল প্রতিবেশী ও পরিবার মিলে তাৎক্ষনিকভাবে ছেলেটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছেলেটি তার মাথায় এবং শরীরের উপরের অংশে গুরুতর আঘাত পেয়েছে কিন্তু লস এঞ্জেলেসের একটি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে সংবাদে প্রকাশ।
স্থানীয় বন্যপ্রাণী সংস্থা সংবাদ পেয়ে দ্রুত সিংহটির সন্ধানে যায় এবং জংগলে এই সিংহটিকে চিহ্নিত করে। তারা সিংহটিকে গুলি করে হত্যা করে এরপর ডি এন এ পরীক্ষা করে সংস্থা নিশ্চিত হয়েছে যে এই সিংহটিই এই শিশুটিকে আক্রমণ করেছিলো। সংস্থাটির মুখপাত্র জানান, তারা আরও একটি সিংহ শনাক্ত করেছিলেন এবং তাকে ঘুমের ঔষধ দিয়ে ধরে ফেলা হয়। পরবর্তী পরীক্ষায় ঐ সিংহটির আক্রমণের সাথে কোন সংযুক্তির প্রমাণ না পাওয়ায় তাকে জংগলে ছেড়ে দেয়া হয়।
শিশুটির মায়ের এই অসমসাহসিকতা সকলের মনে সাড়া জাগিয়েছে এবং আবারো মাতৃত্বের অসীম ভালবাসার শক্তির প্রমাণ মিলেছে।।
তথ্যসূত্রঃ ইভিনিং স্টেন্ডার্ড, স্কাই নিউজ