আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ শিথিল করে বিদেশিদের জন্য ৫ জুলাই থেকে সীমান্ত খুলেছে কানাডা। ভ্রমণ নিষেধাজ্ঞা নেই এমন ভ্রমণকারীরা যদি টিকার পূর্ণ ডোজ নেন তাহলে কানাডায় প্রবেশের পর তাদেরকে কোয়ারেন্টাইন পালন করতে হবে না। তাদেরকে প্রবেশের অষ্টম দিনের কোভিড টেস্ট ও সরকারি হোটেলে থাকার প্রয়োজন হবে না।
তবে যেসব ভ্রমণকারীদের সঙ্গে শিশু থাকবে তাদেরকে হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে। যদিও তাদের সরকারি হোটেলে থাকার প্রয়োজন নেই। ভ্রমণকারীরা যদি টিকার পূর্ণ ডোজ নেন তারপরও তাদের কোয়ারেন্টাইন পালন করতে হবে।
যেসব ভ্রমণকারী টিকা নিয়েছেন এবং করোনার কোনো উপসর্গ নেই তারা এমন ভ্রমণের যোগ্য হবেন। তবে যদি টিকা নেয়ার পরও উপসর্গ থাকে তাহলে তাদেরকে সরকারি নির্দিষ্ট কোয়ারেন্টাইন পালন করতে হবে এবং অন্যান্য অন্যান্য পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে করতে হবে।
এছাড়া ভ্রমণকারীদের করোনা পরীক্ষা সম্পর্কে সমস্ত নথি প্রমাণ হিসেবে দেখাতে হবে। টিকা নেয়ার প্রমাণ ও কোয়ারেন্টাইন পরিকল্পনাও প্রমাণ হিসেবে দেখাতে হবে। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে ১৪ থেকে ৯০ দিন আগে করা করোনা নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
তবে যারা টিকা নেননি এমন ভ্রমণকারীদের জন্য কানাডা সীমান্ত এখনো বন্ধ রয়েছে। তবে স্থায়ী অভিবাসীদের জন্য এমন নিষেধাজ্ঞা নেই। চলতি এই নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
তবে বিধিনিষেধে অনেক ছাড় রয়েছে। আপনি যদি কানাডার নাগরিক, স্থায়ী বাসিন্দা বা এমন কোনো পরিবারের সদস্য হন তবে আপনাকে প্রবেশের অনুমতি দেয়া হবে। এছড়া বিদেশি কর্মী হিসেবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন। এছাড়া বিদেশি শিক্ষার্থীকে কানাডায় প্রবেশের অনুমতি দেয়া হবে।
এছাড়া আপনি বিশ্বের যেকোনো স্থানে বসে অনলাইনে চেক করে দেখতে পারেন যে আপনি কানাডায় প্রবেশের অনুমোদন পাবেন কি না। বিনা খরচে এটি আপনি ঘরে বসেই পরীক্ষা করতে পারেন।
সম্পূর্ণ টিকা গ্রহণকারী ভ্রমণকারীদের জন্য তথ্য-
কানাডায় প্রবেশের কমপক্ষে ১৪ দিন আগে দেশটি অনুমোদিত কোনো একটি টিকা গ্রহণ করতে হবে। আপাতত কানাডা অনুমোদিত টিকাগুলো হলো- ফাইজার, মোডার্না, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন এন্ড জনসন। নতুন কোনো টিকা অনুমোদিত হলে ওয়েবসাইটে তা আপডেট করা হবে।
টিকা নেয়ার প্রমাণ ইংরেজি বা ফরাসী ভাষায় হতে হবে। এর সঙ্গে একটি প্রত্যায়ন অনুবাদসহ থাকতে হবে।
যেসব টিকা গ্রহণকারীদের প্রবেশে অনুমতি দেবে কানাডা:
ফাইজার- Pfizer (Comirnaty, tozinameran, BNT162b2)
মোডার্না- Moderna (mRNA-1273)
অ্যাস্ট্রাজেনেকা- AstraZeneca (Vaxzevria, AZD1222, Covishield)
জনসন- Janssen (Johnson & Johnson) – single dose
যেসব টিকা গ্রহণকারীরা অনুমতি পাবেন না-
ভারত বায়োটেক- Bharat Biotech (Covaxin, BBV152 A, B, C)
ক্যানসিনো- Cansino (Convidecia, Ad5-nCoV)
গামালায়া- Gamalaya (Sputnik V, Gam-Covid-Vac)
সিনোফার্ম- Sinopharm (BBIBP-CorV, Sinopharm-Wuhan)
সিনোভ্যাক- Sinovac (CoronaVac, PiCoVacc)
ভেক্টর ফার্মা- Vector Institute (EpiVacCorona)
যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেননি। তাদের জন্য আলাদা কোনো নিয়ম নেই। তাদেরকে কোয়ারেন্টাইন পালনসহ সাধারণ ভ্রমণকারীদের সব নিয়ম মানতে হবে।