সুখের আঁচড়

সুখের আঁচড়

“সৈয়দা সুলতানা রুমা”

বন্ধু,,,,
তুমি এলে বড্ড অসময়ে,,
প্রকৃত বন্ধুর বেশে!!
ক্ষণিকের অতিথি হতে,,,
জনম ধরে খুঁজেছি তোমায়,,
হাত বাড়ালেই কাছে পেতে,,
জীবণ-সমুদ্র পাড়ি দিতে!!
তুমি এসেছো সত্যিই অবেলায়,,
সমুদ্রের উচ্ছলতা আর
পাখির কলরব,,
আকাশের বিশালতা আর
ফুলের সৌরভ,,
দিয়েছে আমার সাথে আড়ি!!
জীবন যুদ্ধে চলছি ছুটে,,
দুঃখ আমার তরবারি!!
বন্ধু তুমি জানো??
হাসতে আমার ভয়!!
আনন্দ ছুঁতে এলেই যে,,
দুঃখরা কথা কয়!!
তবুও কি থাকবে পাশে??
নীরবে চুপিসারে হয়ে সুখের অনল!!
মেঘাচ্ছন্ন আকাশে হয়ে রদ্দুর,,
ঘুছাতে অশ্রু জল!!
ছায়া হয়ে বন্ধু তুমি,,
আছো পাশে নিঃশ্বাসে!!
ছায়া হয়ে থেকো জীবন ভর,,
তোমার প্রেমে পালাবে গ্লানি,,
সুখেরা দেবে আঁচড়।

SHARE THIS ARTICLE