আব্দুল্লাহ হামদক আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ সুদানে গত সোমবারের সামরিক অভ্যুত্থানের পর ব্যাপক বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপের মুখে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে আনা হয়েছে বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। সোমবার সেনাবাহিনী সুদানের যৌথ সরকার ভেঙ্গে দেবার ঘোষণার পর ক্ষমতাগ্রহনকারি জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান জানিয়েছিলেন যে, সুদানে গৃহযুদ্ধ এড়ানোর জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী হামদকের জীবন ঝুঁকির মুখে থাকায় তাকে সরিয়ে জেনারেল বুরহানের নিজ বাসভবনে সুরক্ষিত করা হয়েছে। ব্যাপক বিক্ষোভের পর আজ তাকে ঘরে ফিরিয়ে দেয়ার সংবাদ প্রকাশিত হলেও তিনি কি অবস্থায় আছেন তা জানা যায়নি। মন্ত্রীসভার অন্যান্য সদস্যের কি অবস্থা তা এখনো জানা যায়নি। আগের দিন, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে তারা অভ্যুত্থানের পর সুদানে সকল ধরনের জন্য সহায়তা স্থগিত করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও একই ধরনের হুমকি প্রদান করা হয়েছে। এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জিএমটি রাত ৮টায় শুরু হওয়া জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে হামদককে "অবিলম্বে মুক্তি" দেওয়ার দাবি জানিয়েছেন। ২০১৯ সালে উত্তাল বিক্ষোভে প্রাক্তন সামরিক থেকে স্বোইশাসক ওমর আল বশীরের ক্ষমতা ত্যাগের পর সামরিক-জনতা যৌথ সরকারের প্রথম দুই বছর সামরিক তত্ত্বাবধানে সরকার পরিচালনার পর জনগণের প্রতিনিধির দায়িত্ব নেবার প্রাক্বালে এই সেনা অভ্যুত্থান সুদানে গণতন্ত্রে উত্তরণের প্রত্যাশা মুখ থুবড়ে পড়লো বলে অনেকেই মনে করছেন। এদিকে গণতন্ত্রে উত্তরণের পথ সুগমে বিশ্বের অর্থনোইতিক সহায়তা বন্ধের ঘোষণা সামরিক সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। জনগণ বিক্ষোভ করলে সামরিক জান্তা শক্ত হাতে তা দমনের পথে পা বাড়িয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ সূত্রঃ আল জাজিরা