সুনামগঞ্জে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ নিহত ৩

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ঘটনায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মা ছেলেসহ 

তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাচা রবিদাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫) ও ছেলে অরুণ রবিদাস (১১) এদিকে উপজেলার পাটলী ইউনিয়নে এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়া (৬৫) নামের আরেকজন মারা যান।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাচা রবিদাসের পুকুরে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইন ছিঁড়ে পানিতে পড়ে থাকে। গতকাল সকালে কাচা রবিদাসের ছেলে অরুণ রবিদাস পুকুরে গোসল করতে গেলে বিদ্যুতের তারে লেগে চিত্কার করতে শুরু করলে তার চিত্কার শুনে মা চান মতি রবিদাস তাকে উদ্ধার করতে ধরলে তিনিও বিদ্যুত্‍স্পৃষ্ট হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়া বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা ময়না মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর পল্লী বিদ্যুতের আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, কুবাজপুর গ্রামে বিদ্যুতের সার্ভিস লাইন ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে যায়। পুকুরের পানিতে গোসল করতে গিয়ে অরুণ রবিদাস ও তার মা চান মতি রবিদাস বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মারা যান।

SHARE THIS ARTICLE