সোমালিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে আত্মঘাতী হামলা, হতাহত ১৫

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে। দেশটির জেলা পুলিশের প্রধান মুকাওয়ি আহমেদ মুডে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ব্যস্ত চেক পয়েন্টের কারণে ওই গাড়িবহর যখন থেমে ছিল, তখন এই হামলার ঘটনা ঘটে।

মোহাম্মদ হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, চেক পয়েন্ট দিয়ে পার হওয়ার সময় পুলিশ সাধারণ গাড়ি থামিয়ে পরীক্ষা করছিল। এসময় চেক পয়েন্টের কাছে এক গাড়িচালককে নিরাপত্তা পরীক্ষা করার জন্য পুলিশ থামায়। তখনই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষী গাড়িটি থামান এবং সেটি চলেও যায়। এ সময় আশপাশে অনেক গাড়ি ও মানুষ ছিল। আমি হতাহত অনেক মানুষকে নিয়ে যেতে দেখেছি।’

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২০

ভয়াবহ এ বিস্ফোরণে সাতটি গাড়ি ও তিনটি রিকশা ধ্বংস হয়েছে।

এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে মোগাদিসুর সেনাবাহিনীর সদর দপ্তরের সামনে আরেকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে দেশটির অনেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার জন্য সোমালি রাজনীতিবিদদের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, বিলম্বিত নির্বাচনপ্রক্রিয়া এবং প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ বাড়তে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রেসিডেন্ট প্রাসাদে হামলার ঘটনায় জঙ্গিগোষ্ঠী আল সাবাব এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।

SHARE THIS ARTICLE