আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আবাসন বিধি, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ অভিবাসীকে আটক করেছে সৌদি আরব। তাদের মধ্যে অপরাধ অনুযায়ী সাজা, জরিমানা ও নিজদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশজুড়ে সব অঞ্চলে অভিযান চালানো হয়। আর তাতেই আবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক হন ৭ হাজার ২৯২ জন, ১ হাজার ৭৩৪ জন আটক হন শ্রম আইন লঙ্ঘন করায়।
৬ হাজার ৩৭৩ জন আটক হন সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে। বেআইনিভাবে সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে আটক হয়েছে ২৭৮ জন।
এছাড়া, প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করায় ১৮ জনকে আটক করা হয় এবং নিয়ম লঙ্ঘনকারীদেরকে পরিবহন সহায়তা ও আশ্রয় দেওয়ার জন্য ১৭ জনকে আটক করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা অন্য কোনও ধরনের সুবিধা দেবে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেইসঙ্গে দুই লাখ ৬০ হাজার ডলার জরিমানাও গুনতে হতে পারে।
সুত্রঃ আরব নিউজ