
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সৌদি আরবে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এসব অভিবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলছে, দেশজুড়ে সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন তারা।

গ্রেপ্তারদের মধ্যে বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৬২০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৮২৫ জন, শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ১৬১ জন রয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সৌদি ছাড়ার চেষ্টাকালে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ২৩ হাজার ২০৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।