সৌদি আরবসহ ইউরোপের দেশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সৌদি আরবের আকাশে গতকাল মঙ্গলবার পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ২২ মার্চ ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।


মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
সৌদি আরবের সাথে মিল রেখেই ইউরোপের দেশ গুলোতে শুরু হবে মাহে রমজান।

আজ আয়ারল্যান্ড সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মসজিদগুলোতে প্রথম তারাবি নামাজের আয়োজন করা হয়।সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

SHARE THIS ARTICLE