সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আদেশেই খাশোগি হত্যাকাণ্ড(ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই দেশটির সাংবাদিক জামাল খাশোগিকে আটক ও হত্যার বিষয়টি অনুমোদন করেছিলেন। নারকীয় ওই হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে এ কথা  বলা হয়েছে। গতকাল শুক্রবার এই রিপোর্ট প্রকাশ করা হয়।

গোয়েন্দা প্রতিবেদনের সারাংশে বলা হয়েছে, ‘আমাদের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, যুবরাজ সালমান তুরস্কে খাসোগিকে আটক করে হত্যার অভিযান পরিচালনা করার অনুমোদন দেন।

যুবরাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ভিন্নমতালম্বীদের মুখ বন্ধ করতে সহিংস পন্থা ব্যবহারে যুবরাজের সমর্থন এবং তাঁর ঘনিষ্ট উপদেষ্টাদের অভিযানে জড়িত থাকার ভিত্তিতে আমরা এ সিদ্ধান্তে পৌছেছি।’

প্রতিবেদনটি সর্বসাধারণের জন্য প্রকাশের আগে মার্কিন কংগ্রেসে পাঠানো হয়।

২০১৮ সালে অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে খুন হন খাশোগি। সূত্র : সিএনএন

SHARE THIS ARTICLE