স্টার লাইন ফুড কারখানায় ভয়াবহ আগুন (ভিডিও)

ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুরে স্টার লাইন ফুড কারখানায় গতকাল শুক্রবার বেলা আড়াইটায় নুডলস তৈরির একটি শেড থেকে লাগা আগুন আশপাশের কয়েকটি কারখানার শেডে ছড়িয়ে পড়ে।

স্টার লাইন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে ফেনী ও আশপাশের জেলা থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে যোগ দেয়। 

ফেনী স্টার লাইন কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট | সারাদেশ

ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। পরে ফেনীর পাঁচটি উপজেলা টিম ও পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আরও কয়েকটি টিম মিলিয়ে ১১টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়। আগুন লাগার সময় শ্রমিকরা জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতিতে ছিলেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।’

ফেনীর স্টার লাইন ফুড কারখানায় ভয়াবহ আগুন

স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন বলেন, ‘স্টার লাইন ফুড কারখানায় সেমাই, নুডলস, বিস্কুট, চানাচুর, বার্গার, পেস্ট্রি, মিষ্টিসহ অর্ধশতাধিক আইটেমের খাদ্য সামগ্রী তৈরি করা হতো। কারখানায় মিনারেল ওয়াটারও প্রক্রিয়াজাত করা হয়। এখানে অন্তত দুই হাজার শ্রমিক কাজ করেন। আসন্ন রমজান সামনে রেখে বিপুল পরিমাণ উৎপাদিত পণ্যসহ আগুন লাগার সময় কয়েক কোটি টাকার উৎপাদিত পণ্য সরবরাহের জন্য প্রস্তুত ছিল। আগুন নিয়ন্ত্রণে এলে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।’

SHARE THIS ARTICLE