স্পেন থেকে সিদ্দিকুর রাহমানঃ ইতিহাসের অন্যতম বড় বরফ ঝড়ের কবলে পড়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ স্পেনের রাজধানী মাদ্রিদ । ৮ জানুয়ারী শুক্রবার থেকে আঘাত হানা তুষার ঝড়ে বরফের নিচে চলে গেছে মাদ্রিদ শহরের ঘরবাড়ী, রাস্তাঘাট, লোকালয় । মাদ্রিদের সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ।
সাথে সাথে বন্ধ করা হয়েছে মাদ্রিদের সকল প্রকার যান বাহন এবং মাদ্রিদে অবস্থিত বারাখাছ এয়ারপোর্ট। ভারী আর ভয়ংকর তুষার ঝড় বিগত ৫০ বছরে আর দেখেনি মাদ্রিদবাসি । মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একাধিক ব্যাবসায়ী জানিয়েছেন তারা ১৫/২০ বছর যাবত এখানে বসবাস করেন কিন্তু তারা এরকম বরফ দেখেন নাই মাদ্রিদে। একাবিপদযস্ত হয়ে পড়েছে জনজীবন ।
সর্বশেষ খবরে গতকাল ১০জানুয়ারী পর্যন্ত এই তুষার ঝড়ে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্পেন সরকার।এর সবাই স্পানিশ নাগরিক বলে জানা গেছে। সূত্রঃএল পাইস।