
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আয়োজন করেছে দাবা ও কেরাম প্রতিযোগীতা। গতকাল ১২ই মার্চ রবিবার সকাল ১১টায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এর Seda কলেজে অনুষ্ঠিত হয়েগেল দাবা ও কেরাম প্রতিযোগীতা।

কেরাম টুর্ণামেন্ট চেম্পিয়ান হয়েছেন কামাল হোসেন ও আব্দুল মান্নান মান জুটি এবং রানার্স আপ হয়েছে আব্দুল মোমিন ও ফখরুল জুটি।। দাবা টুর্ণামেন্টে চেম্পিয়ান হয়েছেন শামীম এবং রানার্সআপ হয়েছেন রুহান রহমান।

আয়ারল্যান্ডের বিভিন্ন স্থান থেকে মোট আটটি জুটি কেরাম টুর্ণা্মেন্টে অংশ নেয়। দুটি গ্রুপে ভাগ করে দুই গ্রুপ চেম্পিয়ান দের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচটি বেষ্ট অফ দ্যা থ্রি এর একটি ম্যাচ বাকি থাকতেই কামাল হোসেন ও আব্দুল মান্নান মান জুটি দুটাই ম্যাচ জিতে নিয়ে চ্যাম্পিয়ন হয়। এর প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা মোট আটটি করে খেলা খেলেন। অপরদিকে দাবা টুর্নামেন্টে মোট ৬জন খেলোয়ার অংশ নেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন BSAI এর সাধারন সম্পাদক জনাব হাবিবুর রহমান। BSAI এর executive committee member জনাব মশিউর রহমান ও সলিম মিয়া চেম্পিয়ান দের হাতে ট্রফি তুলে দেন।
টুর্নামেন্টে ভেন্যু দিয়ে সহযোগীতা করায় Seda কলেজের কর্ণধার জনাব সাইফুল ইসলামকে ্ধন্যবাদ জানিয়ে ক্রেষ্ট প্রদান করে সন্মাননা জানানো হয়। Seda কলেজের পক্ষে জনাব মশিউর রহমান ক্রেষ্টটি গ্রহন করেন।

আইরিশ নোটিশ বোর্ড ফেইজ বুক পেইজ থেকে খেলা সরাসরি LIVE সম্প্রচার করা হয়।