স্বামী বিয়ে করেছেন ২৯ বার, স্ত্রীও ২৩ বার। কিন্তু কেন?

চিত্রঃ ছবিতে লিন্ডা উলফ তার স্বামীদের দেখাচ্ছেন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আমাদের দেশে বিবাহকে সবচেয়ে নিরাপদ বন্ধন বলে মনে করা হয়। কেউ কেউ সারা জীবন একজন মানুষের সঙ্গে কাটিয়ে দেন, কেউ আবার অন্য সঙ্গী খোঁজেন। কিন্তু এক জীবনে ২৫টি বিয়ের কথা কেউ শোনেনি?

গল্প নয়, একেবারেই সত্যি। স্বামী বিয়ে করেছেন ২৯ বার, স্ত্রী ২৩। কিন্তু কেন? ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই ব্যক্তি প্রথম বিয়ে করেন ১৯২৭ সালে এবং শেষ বিয়ে ১৯৯৬-এ। এই ব্যক্তির শেষ স্ত্রী  লিন্ডা উলফ, তিনিও কম যান না। তিনি এর আগে ২২ টি বিয়ে করে ফেলেছেন। এটা তার ২৩তম বিবাহ। 

পৃথিবীতে সর্বাধিক বার (২৩বার) বিয়ে করেছেন লিন্ডা উলফ নামক যুক্তরাষ্ট্রের এক নারী। তিনি এই জন্য গিনেজ বুক রেকর্ডে নামও লিখিয়েছেন। তাকে আমেরিকার নানী নামেও ডাকা হয়। এখন সে ২৪ নাম্বার বিয়ে করার জন্য বর খুজতেছেন।

তিনি ইতিহাসে সবচেয়ে বেশীবার বিয়ে করা পুরুষ গ্লেন উলফকেও বিয়ে করেছিলেন।

বিচিত্র এমন বিবাহের কথা কেউই বোধ হয় শোনেনি। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এই পৃথিবীতে সব সম্ভব। 

SHARE THIS ARTICLE