সৎ বাইডেন নাকি ‘বিতর্কিত ট্রাম্প? উত্তর মিলবে ৩ নভেম্বর

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সবচেয়ে বড় সুবিধা হলো মার্কিন সংবাদমাধ্যম তাকে রক্ষা করছে। মার্কিন মিডিয়া যদি বাইডেনকে ঠিকঠাক উপস্থাপন করত, তা হলে হয়তো তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে মনোনয়নই পেতেন না। খুব সহজভাবে বললে, রাষ্ট্রপতি হতে যা যা প্রয়োজন সেসবের অনেক কিছুই তার মধ্যে ঘাটতি রয়েছে। তা হলে প্রশ্ন আসছে, মার্কিন মিডিয়াসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো কেন তাকে রক্ষা করে চলেছে। ফেসবুক/টুইটারের মতো বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বাইডেনের নেতিবাচক তথ্যগুলো বাছাই করে সেগুলো ধ্বংস করছে। অধিকাংশ সংবাদমাধ্যম বাইডেনের বিরুদ্ধে নমনীয় অবস্থান নিয়েছে।

অন্যদিকে ট্রাম্পের ক্ষেত্রে বিষয়গুলো উল্টো। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’ সূত্রের বরাত দিয়ে এ তথ্যগুলো জানিয়েছে।এখন আমরা যদি ‘দ্য হিলে’র সূত্রের তথ্য আমলে নাও নেই তা হলে কী দাঁড়ায়? ট্রাম্পের সঙ্গে মার্কিন মিডিয়ার বৈরিতা আজ থেকে নয়। তার সঙ্গে বেশ কয়েকবার সাংবাদিকদের বচসা হয়েছে। হোয়াইট হাউসে কোনো কোনো সাংবাদিকের প্রবেশাধিকার হরণ করা হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশটির মিডিয়ার নেতিবাচক অবস্থানের ইতিহাস বেশ পুরনো। তবে ট্রাম্পের বেলায় দেখা যাচ্ছে নির্বাচনের আগে আগে নেতিবাচক খবরগুলো প্রকাশ করা হচ্ছে। এই তো সম্প্রতি নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প। ২০১৬-১৭ এ দুই বছরে মাত্র ১৫শ ডলার কর দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, যে চীনের বিরুদ্ধে ট্রাম্প রাত-দিন তুমুল সমালোচনায় ব্যস্ত থাকেন, সেই চীনেই ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। নির্বাচনের আগে আগে এমন স্ববিরোধিতার খবর নিশ্চয়ই ট্রাম্পের জন্য স্বস্তির ব্যাপার নয়।

SHARE THIS ARTICLE