হইনা কেন সত্যি মানুষ!
—-জাকিয়া রহমান
মনটা তুই চলনা আজ!
যেথায় আছে সবুজ ভরা অনন্য সাজ।
যাই না ভেসে সেথায় মোরা,
পান করি সব সবুজ সুধা।
সেই সুধাতে মাতাল হয়ে,
আকাশ মেঘের ভেলা ডেকে,
চল! মন যাই ইচ্ছেমতির নৃত্য ছলে।
কষ্টের যত পাহাড় ডিঙিয়ে,
যাইনা মোরা কোথাও উড়ে,
যেখানে খোলা মনের কষ্ট নাই।
শান্তি সুখের শিশির ঝরে সর্বদাই ।
চোখের মনিতে মহান দৃষ্টি,
নেইকো কলুষ লোভাতুর আঁখি,
হিংসার চিহ্ন নেই লেখা,
সব যেন স্নেহ মায়া।
গর্বিতের নেই শ্রেষ্ঠত্বের দাবী,
উঁচু সভ্যতার অহংকার রাশি।
ধরিত্রীর প্রেম ছাড়া সবি ফানুশ।
দম্ভ ভুলে, হইনা কেন সত্যি মানুষ?