হাঙ্গেরিতে ট্রাক থেকে ১৭ অনিয়মিত অভিবাসী উদ্ধার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হাঙ্গেরির দক্ষিণ সীমান্তের কাছে তুরস্কের লাইসেন্স প্লেট বহন করা একটি ট্রাক থেকে ১৭ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্বাভাবিক বায়ু চলাচলের কোনো ব্যবস্থা ছাড়াই ট্রাকের একটি বদ্ধ জায়গা থেকে অভিবাসীদেরর উদ্ধার করা হয়।

হাঙ্গেরি পুলিশ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। অভিবাসীদের ১৬ জন মিশরের নাগরিক এবং একজন লিবীয়।

রোমানিয়ান কর্তৃপক্ষের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ট্রাকটিকে নজরদারি করছিলেন হাঙ্গেরির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দ্রুত পদক্ষেপ নেয়ায় বায়ুরুদ্ধ ট্রাক থেকে অভিবাসীদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, তারা বৃহস্পতিবার কিসটেলেক গ্রামের কাছে ট্রাকটি থামিয়ে অভিবাসীদের উদ্ধার করে। পরবর্তীতে তাদের জন্য দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে জরুরি চিকিৎসা দেয়া হয়। ট্রাকটির চালক একজন তুর্কি নাগরিক। তাকে মানবপাচারের দায়ে আটক করা হয়েছে।

বলকানসহ বিভিন্ন রুটে ট্রাক ও লরিতে অনিয়মিত অভিবাসীদের পরিবহনের ঘটনায় শ্বাসকষ্টে বহু অভিবাসী মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে, বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছের একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রাকে ১৮ জন আফগান অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

বলকান দেশ সার্বিয়ার সঙ্গে হাঙ্গেরির একটি সীমান্ত রয়েছে। বুদাপেস্ট এই দক্ষিণ সীমান্তে একটি বেড়া তৈরি করলেও হাঙ্গেরি থেকে পশ্চিম ইউরোপ যাওয়ার পথটি এখনও অভিবাসীদের কাছে বহুল ব্যবহৃত।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো সম্প্রতি দাবি করেছেন, ‘‘গত বছর হাঙ্গেরি এবং সার্বিয়ার সীমান্তে প্রায় দুই লাখ ৭০ হাজার অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে৷’’

SHARE THIS ARTICLE