আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদী আগামী ১৭ই ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগদান করবেন বলে বাংলাদেশ ও ভারতীয় উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দ প্রথমবারের মত ভার্চুয়াল সভায় মিলিত হচ্ছেন আর এই সভায় কোভিড-১৯ মহামারী পরবর্তী সহযোগিতা অধিকতর শক্তিশালী করা সহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।
বিজয় দিবস, ১৬ই ডিসেম্বরের ঠিক পরের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শীর্ষ সম্মেলন, এই দিনটি ভারত এবং বাংলাদেশ উভয়ের জন্য ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্ত্বপূর্ন। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষ প্রান্তে ভারতের সামরিক বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে পৃথিবীর মাটিতে নূতন মানচিত্র জন্ম নিয়েছিল, স্বাধীন হয়েছিলো বাংলাদেশ।
১৯৭১ সালের যুদ্ধের শেষ প্রান্তে ১৬ই ডিসেম্বর পাকিস্তান পরাজয় স্বীকার করে শর্তহীন আত্নসমর্পন করে, পাকিস্তানের পূর্ব কমান্ডের প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী তার ৯৩,০০০ সৈন্য সহ মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।
বাংলাদেশের জন্য এই দিন ছিল অত্যন্ত আনন্দের ও গৌরবের, স্বাধীনতার প্রথম প্রহর আর অন্যদিকে ভারত বিজয় অর্জন করেছিলো চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে, এই বিজয়ে পাকিস্তান রাষ্ট্র ভেঙ্গে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলো।
বাংলাদেশ ও ভারত উভয় দেশই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের এই বিজয়কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে থাকে।
২০২০ সালের বিজয় দিবসের বৈশিষ্ট ভিন্ন কেননা বাংলাদেশ ২০১৯-২০ সালকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করছে এবং আনুষ্ঠানিকতায় নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা থাকলেও কোভিড-১৯ মহামারীর কারণে অধিকাংশ অনুষ্ঠান সংকুচিত করতে হয়েছে।
বাংলাদেশ আর ভারতের মধ্যে বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় দীর্ঘদিন সমাধানের অপেক্ষায় আছে, এসকল বিষয়ে আলোচনা হবে কি না কিংবা দ্বিপাক্ষিক কোন চুক্তি অনুষ্ঠিত হচ্ছে কি না তা এখনো জানা সম্ভব হয়ে উঠেনি।
তথ্যসূত্রঃ ডেইলি স্টার, বাংলাদেশ; দা হিন্দু, ইন্ডিয়া; ঢাকা ট্রিবিউন বাংলাদেশ;