
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ঐতিহাসিক নন্দীগ্রাম দিবসেই প্রচার শুরু করলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট নিয়ে হুইল চেয়ার করেই তিনি এই প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।
এদিকে, নন্দীগ্রাম দিবস পালন করার কোনো অধিকার তৃণমূল কংগ্রেসের নেই বলে দাবি করেছে বিজেপি। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় অভিনেতা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের হাইভোল্টেজ রোডশোতে অংশ নিয়েছেন শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ।
রোববার দুপুরে কলকাতার ধর্মতলা থেকে হুইল চেয়ারেই নির্বাচনি প্রচারে অংশ নেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলটি প্রায় সাত কিলোমিটার দূরের হাজরা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে মমতাকে একহাত নেন তারই এক সময়ের সহযোগী আর এখন নন্দীগ্রামে মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী।
২০০৭ সালে এই দিনে জমির লড়াইয়ের প্রাণ দিতে হয়েছিল প্রায় অর্ধশত কৃষককে। কৃষকদের আন্দোলনে শরিক হয়ে সেই আন্দোলন গোটা ভারতের ছড়িয়ে দিয়েছিলেন মমতা এবং ওই সময়ের স্থানীয় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। সেই ঐতিহাসিক দিবসেই দুজনের দুটি পথ বেঁকে গিয়ে প্রতিদ্বন্দ্বিতার মহাসড়কে মিলেছে।
এদিকে রোববার সন্ধ্যায় খড়গপুর আসনে বিজেপির প্রার্থী অভিনেতা হিরণের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেবেন শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বাঁকুড়া ও পুরুলিয়ায় দুটি সভায় বক্তব্য রাখবেন মমতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবার শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। আট দফার ভোট গ্রহণ পর্ব শেষ হবে ২৯ এপ্রিল।