হোয়াটাসঅ্যাপে আবার বড় বদল আসছে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হোয়াটাসঅ্যাপ আবার বদলাচ্ছে। বড় বদল আসছে মেসেজ মুছে ফেলার নিয়মে। কিছুটা বদলাতে আসছে ভিডিও দেখার ক্ষেত্রেও। যদিও হোয়াটসঅ্যাপের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। তবু হোয়াটসঅ্যাপের হয়ে সমীক্ষা চালানো সংস্থাগুলো এমনই দাবি করেছে।

২০১৭ সালে প্রথম মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ এর সুবিধাটি নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তখন নিয়ম ছিল পাঠানো মেসেজ মুছে ফেলতে চাইলে ৭ সেকেন্ডের মধ্যে মেসেজটি ডিলিট করতে হবে। পরে এই সময়সীমা আরও বাড়ানো হয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটির তরফে।

২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৪০৯৬ সেকেন্ড। অর্থাৎ ১ ঘণ্টার ৮ মিনিট মতো সময় পাওয়া যায় এই ‘ডিলিট ফর এভরিওয়ান’ এর ক্ষেত্রে। কিন্তু এবার সেই সময়সীমার বিষয়টিই তুলে দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এরপর থেকে যখন খুশি নিজের পাঠানো মেসেজ ডিলিট করে দেওয়া যাবে।

এখানেই শেষ নয়। ভিডিও দেখার ক্ষেত্রেও বড় বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে লিঙ্ক পাঠানো হোক কিংবা ছোট ভিডিও— সবই পর্দাজুড়ে দেখতে পাবেন দর্শক। আগে ফুলস্ক্রিন বা পুরো পর্দা জুড়ে এই ভিডিও দেখার সমস্যা হত। সেই সমস্যা কাটিয়ে ফেলতে চাইছে হোয়াটসঅ্যাপ।

SHARE THIS ARTICLE