
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রোববার (১৫ আগস্ট) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী। গত ছয় বছর ধরে এই দিন উদযাপন থেকে বিরত আছে দলটি। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। তবে ১৬ আগস্ট বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে সপরিবারে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই ১৫ আগস্ট জন্মদিন পালন না করার জন্য বিএনপির প্রতি বরাবরই আহ্বান জানিয়ে আসছিল আওয়ামী লীগ। এর পরও ২২ বছর ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করেছেন খালেদা জিয়া। ২০১৫ সালে প্রথমবারের মতো এক দিন পিছিয়ে গুলশান কার্যালয়ে খালেদার জন্মদিনের কেক কাটা হয়।
তবে ১৫ আগস্ট বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান পালন না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুভকামনা জানিয়েছেন বিএনপির ও সমমনা দলের নেতাকর্মীরা।
ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল করিম শাহীন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সেলিনা সুলতানা নিশিতা, ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দেশবাসী ও দলের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় আগামী সোমবার (১৬ আগস্ট) দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের অনুরোধ করা হয়েছে।
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে প্রিন্স বলেন, করোনার কারণে ১৫ আগস্ট কর্মসূচি নেই। ১৬ তারিখে দোয়া মাহফিল রয়েছে।