২৭৫ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বড় লিড

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। কিউইদের ৩৭৮ রানের জবাবে ২৭৫ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে ১০৩ রানের লিড পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। চতুর্থ দিন শেষে কেন উইলিয়ামসনের দলের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৬২ রান।

১১২ রানে দুই উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম ঘণ্টাতেই ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। টিম সাউদির তোপে দুই উইকেটে ১৪০ রান থেকে থ্রি লায়নসরা পরিণত হয় ৫ উইকেটে ১৪০ রানে। 

এরপর ওলি রবিনসন ও জো বার্নসের ব্যাটে লড়াইয়ে ফেরার আভাস দেয় ইংল্যান্ড। ব্যক্তিগত ৪২ রানে রবিনসন ফেরার পর দ্রুত আরো দুই উইকেট হারিয়ে ফেলে দলটি। এমতাবস্থায় দলের হয়ে শেষ উইকেট জুটিতে লড়াই চালিয়ে যান বার্নস। তাকে যোগ্য সঙ্গ দেন জিমি অ্যান্ডারসন।

দলের শেষ উইকেট হিসেবে ওপেনার বার্নস যখন আউট হন, তখন তার নামের পাশে লেখা ছিল ১৩২ রান। নিউজিল্যান্ডের হয়ে একাই ছয় উইকেট নেন টিম সাউদি। 

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি অভিষেক ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভন কনওয়ে। তিনি করেন ২৩ রান। এছাড়া কেন উইলিয়ামসন ফেরেন মাত্র ১ রানে। দুটি উইকেটই নিয়েছেন রবিনসন। 

SHARE THIS ARTICLE