
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্র মেক্সিকো বর্ডার অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তবে অভিবাসী প্রক্রিয়া সম্পূর্ণ করেনি এমন ৭৮ হাজার অভিবাসীকে আইনি নোটিশ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী কর্তৃপক্ষ অভিবাসীদের আইনি নথি পাঠানো শুরু করবে।
এছাড়াও দক্ষিণ সীমান্তের দশ হাজার অভিবাসীকে স্থায়ী করার জন্য “অপারেশন হরাইজন” পরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ। যারা অভিবাসী প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন এবং অ্যাডহক প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ পেয়েছেন। কর্তৃপক্ষ তাদেরকে আদালতে উপস্থিত হওয়ার নোটিশ পাঠাবে। আইনি নোটিশে এ সকল অভিবাসীদের অভিবাসী বিচারকের আদালতে শুনানির জন্য নির্দেশনা থাকবে। তারপর আদালত নির্ধারণ করবে নতুন এই আগমনকারীদের যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেয়া হবে কি না।
সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত অতিক্রম করার পর মুক্তিপ্রাপ্ত অভিবাসীদের “আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ” দেয়া হয়। যেখানে তাদেরকে একজন অভিবাসী বিচারকের নিকট শুনানির জন্য উপস্থিত হতে হয়। নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হতে না পারলে নির্বাসনের আদেশ দিয়ে থাকেন আদালত।
তবে দশ হাজার অভিবাসীকে নোটিশ পাঠানোর পরিকল্পনা অভিবাসীদের উকিলদের মধ্যে কিছু উদ্বেগের সৃষ্টি করেছে। তারা মনে করেন যে, এমন জায়গায় আইনি নোটিশ পাঠানো হতে পারে যেখানে অভিবাসী বসবাস করেন না। ফলে আদালতে অনুপস্থিত থাকার দরুন নির্বাসিত হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।
২০২১ অর্থবছরে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষ ১৭ লাখেরও বেশি অভিবাসীর আশঙ্কা করেছে, যা সব সময়ের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্প সময়ে টাইটেল ৪২ নীতির অধীনে প্রায় ৬১% অভিবাসীকে দ্রুত মেক্সিকো বা তাদের নিজ দেশে বহিষ্কার করা হয়। তবে বাইডেন প্রশাসন অভিবাসীদের পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেয়ার আভাস দিয়েছে।