দেশে আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ৫ মে পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে দেশের শ্রমবাজারের কথা বিবেচনায় আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু সাত দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, তাই ফ্লাইট চলাচলের বিধি-নিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

SHARE THIS ARTICLE