_1620733670205_1620733689691.jpg)
আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ সৌদি আরবের কোথাও চাঁদ দেখা যায়নি। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে যে, তামীর অবজারভেটরি থেকে কোন চাঁদ দৃষ্টিগ্রাহ্য হয়নি বিধায় আগামীকাল বুধবার ঈদ হচ্ছেনা। সৌদি আরবে আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ মঙ্গলবার সৌদি আরবের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল বুধবার ৩০ শে রমজান পূর্ণ করা হবে।
সৌদি গেজেট, গালফ নিউজ, খালিজ টাইমসসহ মধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।