সবার জন্য ঈদ

সবার জন্য ঈদ
– এ, কে, আজাদ
২৫/০৭/২০১৪ ইং

ঈদের হাওয়ায় হেলে-দুলে
করছো তুমি মোজ,
নিয়েছো কি তোমার পাশের
ঐ মানুষটির খোঁজ ?

দিন কেটে যায় অনাহারে
দূঃখ ব্যাথা নিয়ে,
সে জানেনা করবে সে কি
ঈদের হাওয়া দিয়ে।

ঈদ মানেতো ধনী গরিব
সবার কাছে সমান,
আপনার ঈদের খরচটা
একটু হলেও কমান।

সাহায্যের হাত বাড়িয়ে দেন
যত খানি পারেন,
অতিরিক্ত কেনাটা
যত পারেন ছাড়েন।

সবার মূখে ফুটলে হাসি
ঈদটা মজার হবে,
আপন মনে চিন্তা করি
এমন হবে কবে ?

SHARE THIS ARTICLE