
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রতিশ্রুতির অংশ হিসেবে ৮৩ কোটি পাউন্ডের নগর পুনরুদ্ধার প্রকল্পের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডন থেকে দূরের শহর ও শহরতলিগুলোর জন্য এ প্রকল্পের অর্থ ব্যয় করা হবে। দেশের অর্থনীতিতে সমতা আনতেই এ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। খবর রয়টার্স।
২০১৯ সালে নির্বাচনে জয়লাভের পর যুক্তরাজ্যের যেসব অঞ্চলের জীবনযাপন তুলনামূলক কঠিন, সেখানকার ভোটারদের ধন্যবাদ দেন বরিস। একই সময়ে স্কটল্যান্ড ও নর্দান আইল্যান্ডের জাতীয়তাবাদীদের তরফ থেকে কিছু চাপের মুখেও পড়েন তিনি। সে সময় তিনি বলেছিলেন, দেশ যেহেতু আগের অবস্থায় ফিরছে, তাই সরকার প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনীতিতে সমতা আনতে যা করা দরকার করবে। সেই সঙ্গে যেসব বিষয় জনগণের জীবনে আসলেই মূল্য রাখে সেগুলোর দিকেও যথাযথ নজর দেয়া হবে।
এছাড়া চারটি স্থানীয় কর্তৃপক্ষকে আরো এক কোটি পাউন্ড দেয়া হবে তাদের এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে। এছাড়া অরক্ষিত অবস্থায় থাকা তরুণদের সহায়তার জন্যও এ তহবিল থেকে অর্থ দেয়া হবে। প্রয়োজনে তহবিলের পরিমাণও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।
লন্ডনের সঙ্গে অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক উৎপাদনশীলতার মধ্যে বেশ বড় ফারাক রয়েছে। গত বছর সরকারের এক প্রতিবেদনে দেখা যায়, ১৯০১ সালে যেমন পার্থক্য ছিল, এখনো অনেকটা তেমনই আছে। তাই লন্ডনের সঙ্গে অন্য অঞ্চলের এ অর্থনৈতিক পার্থক্য কমিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে।
দ্য রেজ্যুলেশন ফাউন্ডেশন থিংক ট্যাংক বলছে, ব্রেক্সিট-পরবর্তী পরিকল্পনায় যুক্তরাজ্যের যথেষ্ট ঘাটতি ছিল। জলবায়ু পরিবর্তন, কভিড-১৯ মহামারীর প্রভাবসহ অন্যান্য চ্যালেঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ডকে দুর্বল করে দিতে পারত। ফলে ২০২০ সালে ইতালি ও জার্মানি যেমন লড়াই করেছে, তেমন পরিস্থিতিও যুক্তরাজ্যের হতে পারত।